Logo

আন্তর্জাতিক গণমাধ্যমে দুই শীর্ষ নেতার ফাঁসির খবর ফলাও করে প্রচার

Reporter Name / ২০ Time View
Update : রবিবার, ২২ নভেম্বর, ২০১৫

বিরোধী জোটের শীর্ষস্থানীয়  দুই নেতার ফাঁসির খবর বেশ ফলাও করে প্রচার করেছে আন্তর্জাতিক গণমাধ্যম। মানবতাবিরোধী অপরাধের অভিযোগে বিএনপি নেতা সালাউদ্দিন কাদের চৌধুরী ও জামায়াত নেতা আলী আহসান মোহাম্মদ মুজাহিদের ফাঁসি কার্যকর করা হয়েছে।শনিবার দিবাগত রাত ১২টা ৫৫ মিনিটে তাদের ফাসি কার্যকর করা হয়।

যুক্তরাজ্যের বিবিসি, পাকিস্তানের ডন, ভারতের টাইমস অব ইন্ডিয়া, কাতারের আলজাজিরাসহ বেশিরভাগ গণমাধ্যমগুলো শিরোনাম করেছে ‘বাংলাদেশে দুই বিরোধী নেতাকে ফাঁসিতে ঝুলিয়ে মৃত্যুদণ্ড’।

আলজাজিরার শিরোনাম ‘বাংলাদেশ এক্সিকিউটস টু অপজিশন লিডারস’। প্রতিবেদনে বলা হয়েছে, রাষ্ট্রপতি প্রাণভিক্ষার আবেদন নাকচের পর বাংলাদেশের শীর্ষস্থানীয় দুই বিরোধী নেতাকে ফাঁসি দেওয়া হয়েছে।

আলী আহসান মোহাম্মদ মুজাহিদ ও সালাউদ্দিন কাদের চৌধুরীকে ১৯৭১ সালে পাকিস্তানের সঙ্গে মুক্তিযুদ্ধের সময়কার ভূমিকার কারণে ফাঁসি কার্যকর করা হয়েছে।

মুসলিম সংখ্যাগরিষ্ঠ বাংলাদেশে এই মৃত্যুদণ্ড অসন্তোষ সৃষ্টি করতে পারে বলে আশঙ্কা প্রকাশ করেছে আলজাজিরা।

পাকিস্তানের ডন পত্রিকাও একই ধরনের শিরোনামে খবর প্রকাশ করেছে। এতে বলা হয়েছে, ৬৭ বছর বয়সী মুজাহিদকে ১৯৭১ সালে দেশটির শীর্ষ বুদ্ধিজীবীদের হত্যার মতো যুদ্ধাপরাধে ফাঁসির দ- দেয়া হয়। মুজাহিদ জামায়াতে ইসলামের দ্বিতীয় শীর্ষ নেতা।

৬৬ বছর বয়সী সালাউদ্দিন কাদের চৌধুরীর মৃতুদ- দেওয়া হয়। তিনি ছয়বার সংসদ সদস্য নির্বাচিত হয়েছেন।

ভারতের টাইমস অব ইন্ডিয়া শিরোনাম করেছে, ‘১৯৭১ সালের যুদ্ধাপরাধে বাংলাদেশের দুই বিরোধী নেতার ফাঁসি’।

ইসলামী নেতা আলী আহসান মুজাহিদ এবং সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার বিএনপির সাবেক সংসদ সদস্য সালাউদ্দিন কাদের চৌধুরীর ক্ষমাভিক্ষার আবেদন রাষ্ট্রপতি আবদুল হামিদ খারিজ করে দেওয়ার অল্প সময়ের মধ্যে তাদের মৃত্যুদণ্ড কার্যকর করা হয়।

বিবিসি তাদের খবরে বলেছে, সালাউদ্দিন কাদের চৌধুরী বাংলাদেশের প্রভাবশালী নেতা ও ছয়বারের সংসদ সদস্য এবং মুজাহিদ বৃহত্তম ইসলামী দলের শীর্ষ নেতা। গণহত্যা ও ধর্ষণের অভিযোগে তাদের ফাঁসি কার্যকর করা হয়েছে। তবে এ অভিযোগ তারা অস্বীকার করেছেন।

অন্যদিকে জামায়াতের সেক্রেটারি জেনারেল আলী আহসান মোহাম্মদ মুজাহিদের বিরুদ্ধে মুক্তিযুদ্ধের পক্ষের নেতা ও বুদ্ধিজীবী হত্যার অভিযোগ আনা হয়। সুত্র:sheershanewsbd.com


আপনার মতামত লিখুন :

Comments are closed.

More News Of This Category
Developed and Hosted By: ALL IT BD 01722461335