Logo

বিপিএল দেখা যাবে যে চ্যানেলগুলোতে

Reporter Name / ২০ Time View
Update : রবিবার, ২২ নভেম্বর, ২০১৫

ঢাকা: রোববার দুপুর থেকে শুরু হতে যাচ্ছে বিপিএলের ব্যাট-বলের লড়াই। উদ্বোধনী ম্যাচে দুপুর দুইটায় রংপুর রাইডার্সের মুখোমুখি হবে চিটাগাং ভাইকিংস। আর সন্ধ্যা ৬টা ৪৫ মিনিটে ঢাকা ডায়নামাইটস খেলবে কুমিল্লা ভিক্টোরিয়ান্সের বিপক্ষে। ম্যাচ দুটি সরাসরি সম্প্রচার করবে চ্যানেল নাইন।

বিপিএলের তৃতীয় আসরের সম্প্রচার সত্ত্ব কিনে নিয়েছে বাংলাদেশের বেসরকারি টেলিভিশন ‘চ্যানেল নাইন’। তাদের কাছ থেকে বিভিন্ন দেশের টেলিভিশন চ্যানেল সম্প্রচার সত্ত্ব ক্রয় করে নেয়। বাংলাদেশের চ্যানেল নাইনের মতো বিদেশি চ্যানেলগুলোও প্রতিদিন দুটি করে ফাইনালসহ মোট ৩৪টি ম্যাচ সরাসরি সম্প্রচার করবে।

চলুন দেখে নেয়া যাক বিশ্বের বিভিন্ন দেশের কোন কোন চ্যানেলে বিপিএলের তৃতীয় আসরের ম্যাচগুলো সরাসরি সম্প্রচার করবে।
দেশ                                           চ্যানেল

বাংলাদেশ                                    চ্যানেল নাইন।

ভারত                                        স্টার স্পোর্টস, নিও স্পোর্টস, নিও প্রাইম।

পাকিস্তান                                     জিও সুপার।

শ্রীলঙ্কা                                        এমটিভি, এমটিভি স্পোর্টস ও স্টার ক্রিকেট।

দক্ষিণ এশিয়া                                এমটিভি, এমটিভি স্পোর্টস ও স্টার ক্রিকেট।

মধ্য প্রাচ্য                                     বিইআইএন

ইংল্যান্ড                                       চ্যানেল নাইন ইউকে


আপনার মতামত লিখুন :

Comments are closed.

More News Of This Category
Developed and Hosted By: ALL IT BD 01722461335