ভারতে ২০০ কোটির ক্লাবে পা রাখল সালমান খানের ‘প্রেম রতন ধন পায়ো’। মুক্তি পাওয়ার ১৪ দিনের মধ্যেই এই সাফল্য পেলো সিনেমাটি।
২০১৪ সালের ছবি ‘কিক’-এর পর এটি সালমানের তৃতীয় ছবি যা ব্যবসার অঙ্কে ২০০ কোটি টাকা ছাড়িয়ে গেল। এ বছর মুক্তি পাওয়া তাঁর ‘বজরঙ্গী ভাইজান’ও এই ক্লাবের সদস্য হয়েছে।
বলিউড ট্রেড অ্যানালিস্ট তরণ আদর্শ টুইট করে সালমান-সোনম কাপুর অভিনীত ছবির ব্যবসায়িক সাফল্যের কথা জানিয়ে লিখেছেন, প্রেম রতন ধন পায়ো ভারতে ২০০ কোটি টাকা ছাড়িয়ে গেল।
প্রসঙ্গত, ‘প্রেম রতন ধন পায়ো’ দিয়ে দীর্ঘ ১৬ বছর বাদে ফের জুটি বেঁধেছেন সালমান ও পরিচালক সূরজ বারজাতিয়া। ইন্ডিয়া টুডে।