ডেস্ক: স্বামী সঞ্জয় কাপুরের সঙ্গে সম্পর্কটা অনেক দিন ধরেই ভাল যাচ্ছিল না বলিউড অভিনেত্রী কারিশমা কাপুরের। তিক্ততা একেবারে শেষ পর্যায়ে গিয়ে ঠেকেছিল। অবশেষে দু’পক্ষই তাদের মধ্যে বিচ্ছেদের সিদ্ধান্তও নিয়ে ফেলেছিলেন। কিন্তু শেষ মুহূর্তে এসে তালাকনামায় সই করলেন না কারিশমা। তবে তালাকের সিদ্ধান্তকে দূরে ঠেলার পেছনে তাদের ভালবাসা কাজ করছে তা ভাবার সুযোগ নেই। মূলত সঞ্জয় কথামতো ভরণপোষণ না দেওয়াতেই কারিশমা এ সিদ্ধান্ত নেন।
কারিশমার ভাষ্য, বিয়ে বিচ্ছেদের সিদ্ধান্ত নেওয়ার সময় দুই পক্ষের দাবি-দাওয়া নিয়ে যে সম্মতিপত্র তৈরি হয়েছিল, তাতে কারিশমাকে ভরণপোষণের খরচ দেওয়ার অঙ্গীকার করেছিলেন সঞ্জয় কাপুর। কিন্তু কথা রাখেননি তিনি।
অভিনেত্রী কারিশমার আইনজীবী সাংবাদিকদের জানান, স্বামীর দায়িত্বজ্ঞানহীনতার জন্যই বুধবার সম্মতিপত্রে সই করেননি কারিশমা। তারা আদালতে বিষয়টি জানিয়ে সঞ্জয়ের বিরুদ্ধে একটি মামলাও করেছেন। এখন আদালতেই বিষয়টি ফায়সালা হবে