ঢাকা : রাতে বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও সিনিয়র নেতাদের সঙ্গে বৈঠকে বসবেন দলটির চেয়ারপারসন বেগম খালেদা জিয়া।
বুধবার রাত সাড়ে ৮টায় চেয়ারপারসনের গুলশান রাজনৈতিক কার্যালয়ে এ বৈঠক অনুষ্ঠিত হবে। চেয়ারপারসনের মিডিয়া উইং কর্মকর্তা শামসুদ্দিন দিদার বাংলামেইলকে এ তথ্য নিশ্চিত করেছেন।
বৈঠকে স্থানীয় সরকার নির্বাচনে অংশগ্রহণ, দেশের চলমান রাজনৈতিক পরিস্থিতি ও দলের পুনর্গঠনের বিষয়ে আলোচনা হবে বলে জানা গেছে।