গত ১৬ নভেম্বর থেকে এক মাসের জন্য মাল্টায় গেছেন ববি। সেখানে ‘মাল্টা’ ও ‘নীলিমা’ নামের ছবিগুলোর শুটিং করবেন ববি। পরিচালক ইফতেখার চৌধুরী জানান, ববির পাশাপাশি ‘মাল্টা’ ছবিতে অভিনয় করছেন বলিউড অভিনেতা ভাটশাল শেঠ। থাকছেন গুলশান গ্রোভারও। তিনি জানান, উন্নত প্রযুক্তির ছোঁয়া থাকবে ছবিটিতে। ববি ‘মাল্টা’র মতোই একক নায়িকা হিসেবে থাকছেন ‘নীলিমা’তেও। দ্বিতীয় ছবিটিতে তার বিপরীতে অভিনয় করছেন র্যাম্প থেকে উঠে আসা সাঞ্জু জন। এটি তার দ্বিতীয় ছবি। ইফতেখার জানান, ‘মাল্টা’য় সংগীত পরিচালনা করবেন বলিউডের বিখ্যাত সংগীত পরিচালক আনু মালিকের ভাগ্নে আরমান মালিক। চিত্রগ্রহণে থাকছেন ‘চাক দে ইন্ডিয়া’র চিত্রগ্রাহক অনীল সিং। নৃত্য পরিচালনায় আছেন যৌথ প্রযোজনার ছবি ‘রোমিও ভার্সেস জুলিয়েট’-এর নৃত্য পরিচালক আদিল শেখ। এদিকে ‘মাল্টা’য় একসঙ্গে তিন ভাষায় সংলাপ থাকবে। ইংরেজি ভাষায় সংলাপ থাকবে ৩০ শতাংশ, বাংলায় ৬০ এবং বাকি সংলাপ থাকবে মাল্টার স্থানীয় ভাষায়। আর ছবিটির ৯০ শতাংশ শুটিং হবে ওই দেশেই।