Logo

বিশ্ব ইজতেমা ৮ জানুয়ারি শুরু

Reporter Name / ১৮ Time View
Update : মঙ্গলবার, ২৪ নভেম্বর, ২০১৫

গাজীপুর : গাজীপুরের টঙ্গীতে ইজতেমা ময়দানে আয়োজিত পাঁচ দিনব্যাপী জোড় ইজতেমা মোনাজাতের মধ্যদিয়ে আজ শেষ হয়েছে।

আগামী ৮ জানুয়ারি শুরু হচ্ছে দুই পর্বের বিশ্ব ইজতেমা।

বিশ্ব ইজতেমাকে সুন্দর ও সফল করার জন্য প্রতি বছর টঙ্গীতে বিশ্ব ইজতেমা শুরুর ৪০ দিন আগে পাঁচ দিনের জোড় ইজতেমার আয়োজন করা হয়।

এবারও দুই দফায় বিশ্ব ইজতেমা অনুষ্ঠিত হবে। তিন দিনের প্রথম দফা ৮ জানুয়ারি এবং দ্বিতীয় দফা ১৫ জানুয়ারি শুরু হবে। প্রতি দফার শেষ দিন আখেরি মোনাজাত অনুষ্ঠিত হবে।

বিশ্ব ইজতেমার প্রাক প্রস্তুতিমূলক এ জোড় ইজতেমায় দেশ-বিদেশের কয়েক লাখ মুসল্লি অংশ নেন।

ইজতেমার মুরব্বি আরও জানান, বিশ্ব ইজতেমার প্রস্তুতি ইতিমধ্যে শুরু হয়েছে। ইজতেমার আগের দিন পর্যন্ত স্বেচ্ছাশ্রমের ভিত্তিতে এ কাজ চলতে থাকবে।


আপনার মতামত লিখুন :

Comments are closed.

More News Of This Category
Developed and Hosted By: ALL IT BD 01722461335