বগুড়া অফিস ঃ জলেশ্বরীতলা ব্যবসায়ী সমিতির বার্ষিক সাধারণ সভা-২০১৫ খ্রি. গতকাল বৃহস্পতিবার বগুড়া পৌরসভা মিলনায়তনে অনুষ্ঠিত হয়। জলেশ্বরীতলা ব্যবসায়ী সমিতির সভাপতি এ.বি.এম আব্দুর রশীদের সভাপতিত্বে বার্ষিক সাধারণ সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন বগুড়া জেলা প্রশাসক মো. আশরাফ উদ্দীন। বিশেষ অতিথির বক্তব্য রাখেন পুলিশ সুপার মো. আসাদুজ্জামান, পৌর মেয়র এ্যাড. এ.কে.এম মাহবুবুর রহমান, বগুড়া চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রি-এর সভাপতি মাছুদুর রহমান মিলন। উপদেষ্টামন্ডলীদের মধ্যে উপস্থিত ছিলেন মঞ্জুরুল হক মঞ্জু, হাফিজুর রহমান মন্টু, ইমতিয়াজ আহমেদ, তৌফিক হাসান ময়না, সাবেক সভাপতি সাইফুল ইসলাম রোঁলা, ৭নং ওয়ার্ড কমিউনিটি পুলিশিং কমিটির আহ্বায়ক এ্যাডোনিস বাবু তালুকদার, জলেশ্বরীতলা ব্যবসায়ী সমিতির সহ-সভাপতি মন্তেজুর রহমান আঞ্জু, সাধারণ সম্পাদক এমদাদ আহমেদ বাবু, সাংগঠনিক সম্পাদক রফিকুল বারী মনা, সহ-সাংগঠনিক সম্পাদক আনোয়ারুল হক খান, প্রচার ও প্রকাশনা সম্পাদক রোটা. মো. মোস্তাফিজার রহমান, দপ্তর সম্পাদক এম.এ রশীদ, ধর্ম ও সমাজকল্যাণ সম্পাদক কাজী মুহ. মুন্জুরুল হক, শ্যামল চন্দ্র দাস, কে এম সাখাওয়াত হোসেন, শাফীকুল আলম চঞ্চল, উম্মে ফাতেমা লিসা, নুসরাত জাহান স্বর্ণা প্রমুখ। অনুষ্ঠানটির সার্বিক উপস্থাপনায় ছিলেন রোটা. মো. মোস্তাফিজার রহমান এবং উম্মে ফাতেমা লিসা।