বগুড়া অফিস ঃ বগুড়ার শিবগঞ্জে মাগরিবের নামাজ শেষে শিয়া মসজিদে দুর্বৃত্তের ছোঁড়া গুলিতে মসজিদের মুয়াজ্জিম মোয়াজ্জিম হোসেন (৬০) নিহত ও তিনজন গুলিবিদ্ধ হয়েছে। গতকাল বৃহস্পতিবার শিবগঞ্জের আটমুল ইউনিয়নের হরিপুরের মোহাম্মদপুর আল মোস্তফা জামে মসজিদের মাগরিবের নামাজ শেষে এ ঘটনা ঘটে। পুলিশ ঘটনাস্থল থেকে পয়েন্ট টু বোরের ৭ রাউন্ড গুলির খোশা উদ্ধার করেছে।
গুলিবিদ্ধ হয়ে আহত হয়েছেন , মাওলানা শাহীনুর রহমান (৩৫), আবু তাহের মিস্ত্রী (৫৫) ও আবতাব হোসেন(৪০) । ঘটনার পর পরই আহতদের মুসল্লিরা উদ্ধার করে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ ও হাপাতালে ভর্তি করে দেয়।
খবর পেয়ে শিবগঞ্জ থানার পুলিশ ঘটনাস্থলে ছুটে যান। সেখানে পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে। পুলিশ সুপার আসাদুজ্জামান ঘটনাস্থলে রয়েছেন।
বগুড়ার শিবগঞ্জ থানার অফিসার ইনচার্জ আহসান হাবীব জানান, মাগরিবের নামাজের পর ৪/৫জন দুর্বৃত্ত মুছুল্লিদের দিকে গুলি ছুঁড়ে। এতে ৪ জন আহত হয়। আহত তিনজনকে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ ও হাপাতালে নিয়ে আাসার পথে একজন মারা যান। ঘটনাস্থল থেকে পয়েন্ট টু বোরের ৭ রাউন্ড গুলির খোশা উদ্ধর করেছে।